রাসূল (সা.)-এর জানাযার নামাজ দলে দলে কেন পড়া হয়েছিল

প্রশ্ন                                                                                                         

আমি শুনেছি, রাসূল (সা.)-এর জানাযার নামাজ সাহাবায়ে কেরাম দলে দলে পড়েছিলেন। সম্মিলিতভাবে পড়েননি। জানতে চাচ্ছি, এর কারণ কী ছিল?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সম্মিলিতভাবে সাহাবায়ে কেরাম রাসূল (সা.)-এর জানাযার নামাজ পড়েননি। বরং দলে দলে পড়েছেন। এর বিভিন্ন কারণ উলামায়ে কেরাম বর্ণনা করেছেন। তবে কোনো কারণকেই সুনিশ্চিত বলা যায় না। তন্মধ্যে কিছু হল,

১. এটি বিশেষভাবে রাসূল (সা.)-এর বৈশিষ্ট্য ছিল। [আর রওজুল আনফ ৭/৫৯৪]

২. রাসূল (সা)-এর জানাযার নামাজ পড়ানোর প্রতি সাহাবায়ে কেরামের প্রবল আগ্রহ। রাসূল (সা.)-এর প্রতি প্রবল ভালোবাসার কারণে সকলেই রাসূল (সা.)-এর জানাযার নামাজ পড়াতে আগ্রহী ছিলেন। [আল উম্ম ১/৩১৪]

৩. রাসূল (সা.)-এর জানাযার নামাজ পড়ানোর মাধ্যমে সাহাবায়ে কেরাম সরাসরি রাসূল (সা.)-এর বরকত নিতে চেয়েছিলেন। [আল জামে লি আহকামিল কুরআন ৪/২২৫]

এছাড়াও উলামায়ে কেরাম আরো বিভিন্ন কারণ উল্লেখ করেছেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9629/article-details.html