দোয়ার শুরুতে কি রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করতে হয়

প্রশ্ন                                                                                                         

দোয়ার শুরুতে রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা কি মুস্তাহাব?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জ্বি, দোয়ার শুরুতে রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা মুস্তাহাব। হাদিস শরিফে এসেছে,

أَنَّ أَبَا عَلِيٍّ، عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، صَاحِبَ رَسُولِ اللهِ صلي الله عليه وسلم يَقُولُ : سَمِعَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَجُلاً يَدْعُو فِي صَلَاتِهِ، لَمْ يُمَجِّدِ اللهَ تَعَالَى، وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صلي الله عليه وسلم فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ‏"‏ عَجِلَ هَذَا ‏"‏ ‏.‏ ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ ‏ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَحْمِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ، ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صلي الله عليه وسلم ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ

‘রাসূল (সা.)-এর সাহাবী ফাদালাহ ইবনে উবাইদ (রা.) বলেন, একদা রাসূল (সা.) এক ব্যক্তিকে সালাতের মধ্যে দোয়াকালে আল্লাহর বড়ত্ব ও গুণাবলী বর্ণনা এবং রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করতে শুনলেন না। রাসূল (সা.) বললেন, এ ব্যক্তি তাড়াহুড়া করেছে। অতঃপর তিনি ঐ ব্যক্তিকে অথবা অন্য কাউকে বললেন, তোমাদের কেউ সালাত আদায়কালে যেন সর্বপ্রথম তার প্রভূর মহত্ব ও প্রশংসা বর্ণনা করে এবং পরে রাসূল (সা.)-এর উপর দরূপ পাঠ করে, অতঃপর ইচ্ছানুযায়ী দোয়া করে।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ১৪৮১]

সুতরাং দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করার পর রাসূল (সা.)-এর প্রতি দরূদ পাঠ করা উচিৎ।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9489/article-details.html