তাহাজ্জুদের নামাজ কি আবশ্যক

প্রশ্ন                                                                                                         

আমি একটি বইয়ে পড়েছি, রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন। এ তথ্য জানার পর আমার মনে একটি প্রশ্ন জেগেছে যে, ফরজ নামাজের মত তাহাজ্জুদ নামাজও কি উম্মতের উপর আবশ্যক হয়ে গিয়েছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল হিসেবে গণ্য। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ

‘আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ পড়, ওটা তোমার জন্য নফল।’ [সূরা ইসরা, আয়াত: ৭৯]

রাসূল (সা.) নিয়মিত তাহাজ্জুদ পড়তেন তার মর্যাদা বৃদ্ধির জন্য। কাজেই তাহাজ্জুদের নামাজ উম্মতের জন্য নফল হিসেবে গণ্য করা হয়।

আদদুররুল মুখতার ২/৪৬৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9115/article-details.html