গরিব ব্যক্তিকে বদলি হজ্বে পাঠানো যাবে কি
প্রশ্ন
আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব গরিব। এলাকার এক ব্যক্তি তাকে বদলি হজ্বে পাঠাতে চাচ্ছেন। প্রশ্ন হল, ইমাম সাহেবকে বদলি হজ্বে পাঠানো যাবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যার উপর হজ্ব ফরজ হয়নি তাকে বদলি হজ্বে পাঠানো ঠিক নয়। আল্লামা জাসসাস তার কিতাবে লিখেন,
وقد اختلف فى حج الفقير، فقال أصحابنا والشافعى: لا حج عليه
‘গরিব ব্যক্তির হজ্বের ব্যাপারে মতভেদ রয়েছে। হানাফী ও শাফেয়ী আলেমগণ বলেন, তার উপর হজ্ব নেই।’ [আহকামুল কুরআন, জাসসাস ২/২৫]
এরপরও যদি তাকে বদলি হজ্বে পাঠানো হয় তাহলে বদলি হজ্ব আদায় হয়ে যাবে।
ফাতহুল ক্বাদীর ২/৪১০; আদদুররুল মুখতার ২/৬০৭; বাদায়েউস সানায়ে ২/৪৫৮
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: https://www.drkhalilurrahman.com/9095/article-details.html