কলার টিউন হিসেবে কুরআন তেলাওয়াত ব্যবহার করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

কলার টিউন হিসেবে কুরআন তেলাওয়াত ব্যবহার করলে কোনো সমস্যা হবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন তেলাওয়াত শোনা ও শোনানো নিঃসন্দেহ উত্তম ও ভালো কাজ। কিন্তু কলার টিউন হিসেবে কুরআন তেলাওয়াত সেট করলে কুরআনের অসম্মান হওয়ার একটি সম্ভবনা থাকে। আর কুরআনের সম্মান করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]

তাছাড়া কলার টিউন হিসেবে কুরআন তেলাওয়াত সেট করলে বিভিন্ন সমস্যা হতে পারে। কাজেই কলার টিউন হিসেবে কুরআন তেলাওয়াত সেট করা যাবে না।

রদ্দুল মুহতার ১/৫১৮; আল মুগনী ৪/৪৮২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/9017/article-details.html