যৌতুকের টাকা কী করবে

প্রশ্ন                                                                                                         

আমি বিয়ের সময় পরিবারের চাপে আমার স্ত্রীর কাছ থেকে দুই লাখ টাকা যৌতুক নিই। কিন্তু আমি মোটেই রাজি ছিলাম না। এখন আমি পরিপূর্ণভাবে বুঝতে পারছি, এ টাকা নেওয়া আমার জন্য কিছুতেই বৈধ হয়নি। তাই এখন আমার করণীয় কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

যৌতুক দেওয়া-নেওয়া উভয়টিই নিষিদ্ধ। এটি ঘুষের অন্তর্ভুক্ত। আর হাদিস শরিফে এসেছে,

আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, ‘রাসূলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ের প্রতি অভিশাপ করেছেন।’ [সুনানে আবু দাউদ ৪/২১০; জামে তিরমিযী ১/১৫৯; ইবনে মাজাহ ২/৩২৩]

তাই আপনার জন্য যৌতুক গ্রহণ করা বৈধ হয়নি। এখন আপনার কর্তব্য হল, যৌতুকের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া।

রদ্দুল মুহতার ৫/৭০১; আলবাহরুর রায়েক ৬/২৬২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8948/article-details.html