সকল রাসূলকে শুধু আরবেই কেন প্রেরণ করা হয়েছে

প্রশ্ন                                                                                                         

কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম যে, আল্লাহ তাআলা সকল নবি-রাসূলকে আরবে প্রেরণ করেছেন। আমার প্রশ্ন হল, আল্লাহ তাআলা সকল নবি-রাসূলকে কেন আরবে প্রেরণ কররেন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উক্ত ব্যক্তির দাবিটি ভিত্তিহীন। কারণ, আল্লাহ তাআলা সকল নবি-রাসূলকে শুধু আরবেই প্রেরণ করেননি। কুরআন হাদিসের কোথাও এ কথা বলা হয়নি। বরং কুরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে যে, আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য নবি-রাসূল প্রেরণ করেছেন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا

‘আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি।’ [সূরা নাহল, আয়াত: ৩৬]

অন্য আয়াতে ইরশাদ হয়েছে,

وَإِنْ مِنْ أُمَّةٍ إِلَّا خَلَا فِيهَا نَذِيرٌ

‘এমন কোন সম্প্রদায় নেই যার নিকট সতর্ককারী প্রেরিত হয়নি।’ [সূরা ফাতির, আয়াত: ২৪]

সুতরাং নবি-রাসূল শুধু আরবে এসেছেন- এ দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8739/article-details.html