অঞ্চল ভিত্তিক সাম্প্রদায়িকতাকে কি ইসলাম সমর্থন করে

প্রশ্ন                                                                                                         

কোন কোন এলাকার মানুষে অন্য এলাকার লোকদেরকে দেখতে পারে না। এ ধরনের সাম্প্রদায়িকতাকে কি ইসলাম সমর্থন করে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রতিটি মুসলমান একে অপরের ভাই। ভাই ভাইকে অবশ্যই ভালোবাসবে। ভাইয়ের মাঝে কোন দোষত্রুটি থাকলে সেটিও দেখিয়ে দিবে। কিন্তু সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য কোন কারণ ছাড়া এক এলাকার মানুষ অপর এলাকার লোকদেরকে দেখতে না পারার বিষয়টি ইসলাম সমর্থন করে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ، وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ

‘যে ব্যক্তি আসাবিয়্যাতের (সাম্প্রদায়িকতার) দিকে ডাকে সে আমার দলভুক্ত নয়। আর ঐ ব্যক্তিও আমাদের দলভুক্ত নয় যে আসবিয়্যাতের ভিত্তিতে যুদ্ধ করে এবং সেও নয় যে আসাবিয়্যাতের উপর মারা যায়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৫১২১]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8507/article-details.html