নরম লাশ পাওয়া গেলে কীভাবে গোসল দিবে

প্রশ্ন                                                                                                         

যদি এমন কোন লাশ পাওয়া যায়, যেটিকে গোসল দিতে গেলে চামড়া খসে পড়ে তাহলে কি তাকে গোসল দিতে হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবতদের উপর তার হক। আর এ গোসল দেওয়ার মাঝে অনেক ফযিলতও রয়েছে। হাদিস শরিফে এসেছে-

مَنْ غَسَّلَ مَيِّتًا ، فَأَدَّى فِيهِ الأَمَانَةَ وَلَمْ يُفْشِ عَلَيْهِ مَا يَكُونُ مِنْهُ عِنْدَ ذَلِكَ ، خَرَجَ مِنْ ذُنُوبِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

‘যে মৃত ব্যক্তিকে গোসল দিবে এবং তার ব্যাপারে আমানত রক্ষা করবে, তার গোপন বিষয়গুলো মানুষের কাছে ছড়াবে না সে তার পাপ থেকে ঐ দিনের মত বের হয়ে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ২৪৮৮১]

তাই এমন লাশ পেলেও তাকে গোসল দিবে। তবে এ ক্ষেত্রে শুধু তার শরীরের উপর পানি ঢেলে দিলেই চলবে। ডলা লাগবে না।

ফাতাওয়া হিন্দিয়া ১/১৫৮; মারাকিল ফালাহ ৩১২

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8397/article-details.html