সন্তানকে দ্বীনমুখী করতে কী কী পদক্ষেপ নিবেন

প্রশ্ন                                                                                                         

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ছেলে স্কুলে পড়ে। তাকে দ্বীনমুখী করার জন্য আমরা কী করতে পারি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ওয়ালাইকুমুস সালাম। সন্তানকে দ্বীনমুখী করার জন্য তাকে দ্বীনি পরিবেশে রাখতে হবে। আলিম ও নেককার লোকদের সাহচর্যে নিয়ে যেতে হবে। ইসলামি বইপত্র অধ্যয়নে উৎসাহিত করতে হবে। আল্লাহর কাছে দোয়া ও রোনাজারি অব্যাহত রাখতে হবে। সর্বোপরি নিজেকে সন্তানের সামনে আদর্শ হিসেবে উপস্থাপিত হওয়ার যোগ্য হতে হবে।

মনে রাখতে হবে, প্রতিটি সন্তান পিতা-মাতার কাছে আমানত। সন্তান পিতামাতার জন্য পরীক্ষা। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ

‘তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি তো কেবল পরীক্ষা বিশেষ।’ [সূরা তাহাবুন, আয়াত: ১৫]

যদি সন্তানকে সৎ পথে পরিচালিত করা যায় তাহলে এর ফলাফল পিতামাতাই ভোগ করবে। আর যদি পিতামাতার অবহেলা ও অসতর্কতার কারণে সন্তান অসৎ পথে পরিচালিত হয় তাহলে তার দায়ভারও পিতামাতাকে বহন করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8294/article-details.html