বাসর ঘরে কি নামাজ পড়তে হয়

প্রশ্ন                                                                                                         

একটি বইতে পড়লাম, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে দুই রাকাআত নামাজ পড়া মুস্তাহাব। মাসআলাটি কি সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হ্যাঁ, বাসর ঘরে স্ত্রীকে নিয়ে দুই রাকাত নামাজ পড়া মুস্তাহাব। আবদুল্লাহ ইবনে মাসউদ, হুযায়ফা ও আবু যর (রা.) বাসর ঘরে নামাজ পড়তে বলতেন।

তাবেয়ি আবু সাইদ (রহ.) বলেন: ‘আমি গোলাম থাকা অবস্থায় বিয়ে করি এবং বিয়েতে সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.), আবু যর (রা.) এবং হুযায়ফা (রা.)-কে দাওয়াত করি। এক পর্যায়ে তারা আমাকে উপদেশ দেন যে, বাসর ঘরে প্রবেশ করে তুমি দুই রাকাত নামাজ পড়বে এবং তোমার স্ত্রীকে তোমার পিছনে নামাজ পড়তে বলবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৩/৪০০-৪০১, মুসান্নাফে আবদুর রাযযাক ৬/১৯২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8280/article-details.html