যৌথ জাল দিয়ে শিকার করা মাছের বণ্টন পদ্ধতি কী হবে

প্রশ্ন                                                                                                         

আমরা দুই বন্ধু মিলে চুক্তি করেছি যে, আমরা অর্ধেক অর্ধেক টাকা দিয়ে একটি জাল ক্রয় করব। অতঃপর যে-ই মাছ শিকার করুক শিকারকৃত মাছগুলো অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিব। এভাবে চুক্তি করা জায়েয হয়েছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, প্রশ্নোক্ত ক্ষেত্রে জাল কেনার চুক্তিটি সহিহ হয়েছে। কিন্তু শিকারকৃত মাছ বণ্টনের চুক্তিটি সহিহ হয়নি।

এ ক্ষেত্রে এভাবে চুক্তি করতে হবে, যে মাছ শিকার করবে সে-ই সকল মাছ নিবে। আর অপরজনকে তার জালের অংশের ভাড়া প্রদান করবে অথবা সেই ভাড়া পরিমাণ মাছ দিয়ে দিবে। সেটা অর্ধেকও হতে পারে। কমও হতে পারে।

ফাতাওয়া খানিয়া ৩/৬২৪; ফাতাওয়া বাযযাযিয়া ৬/২২৭; ফাতহুল কাদীর ৫/৪০৯;

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8274/article-details.html