পিতামাতা থেকে আলাদা থেকে যদি হক আদায় করে তাহলে কি গুনাহ হবে

প্রশ্ন                                                                                                         

কোনো সন্তান যদি আলাদা থাকে পাশাপাশি পিতা-মাতার হক যথাযথভাবে আদায় করে, তাহলে তার কি গুনাহ হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সন্তানের যদি আলাদা থাকার প্রয়োজন পড়ে তাহলে পিতা-মাতার হক আদায়ের বিষয়টি নিশ্চিত রাখতে হবে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে-

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا

‘মানুষকে তার পিতামাতার সাথে সদাচার করতে উপদেশ দিয়েছি।’ [সূরা আহকাফ, আয়াত: ৪৬]

হাদিস শরিফে এসেছে,

أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ لِي مَالاً وَوَلَدًا وَإِنَّ أَبِي يُرِيدُ أَنْ يَجْتَاحَ مَالِي فَقَالَ ‏أَنْتَ وَمَالُكَ لأَبِيكَ

‘এক ব্যক্তি বললো, ইয়া রাসূলাল্লাহ! আমার সম্পদও আছে, সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেন, তুমি ও তোমার সম্পদ সবই তোমার পিতার।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৯১]

সুতরাং সন্তান যদি পিতা-মাতার হক যথাযথ আদায় করে থাকে তাহলে শুধু পৃথক থাকার কারণে সন্তানের গুনাহ হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/8145/article-details.html