রোজার নিয়ত সম্পর্কিত কোনো হাদিস আছে কি

প্রশ্ন                                                                                                         

আমাদের এলাকার মসজিদ থেকে রমজান উপলক্ষ্যে সাহরী ও ইফতারীর সময়সূচি সম্বলিত একটি ক্যালেন্ডার দেওয়া হয়েছে। সেখানে দেখলাম রোজার নিয়ত লেখা আছে। প্রশ্ন হল, এই নিয়তটি কি হাদিস দ্বারা প্রমাণিত?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বর্তমানে রোজার ক্যালেন্ডারগুলো রোজার নিয়ত নামে যে আরবী বাক্য দেওয়া হয়ে থাকে তা আমরা কোনো হাদিসের কিতাবে খুঁজে পাইনি। এ জাতীয় দোয়ার কোনো ভিত্তি নেই। তবে রোজা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত জরুরি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ

‘কাজ (এর প্রাপ্য হবে) নিয়ত অনুযায়ী।’ [সহিহ বুখারি, হাদিস: ১]

আর নিয়ত বলা হয় অন্তরের সংকল্পকে। মুখে নিয়ত করা জরুরি নয়।

আদদুররুল মুখতার ২/৯১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/7960/article-details.html