দুর্নীতি ও অপরাধমুক্ত জীবন গঠনে রোজার ভূমিকা কেমন

প্রশ্ন                                                                                                         

রোজার মাধ্যমে আমরা কিভাবে দুর্নীতি ও অপরাধমুক্ত জীবন গঠন করতে পারি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মানুষের উপর যত আজাব গজব আসে সবই তাদের কৃতকর্মের দরূন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন,

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ

‘তোমাদের যে বিপদ-আপদ ঘটে তাতো তোমাদেরই কৃতকর্মের ফল।’ [সূরা শুরা, আয়াত: ৩০]

অন্য আরেকটি আয়াতে এসেছে,

ظَهَرَ الْفَسَادُ فِي الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ أَيْدِي النَّاسِ لِيُذِيقَهُمْ بَعْضَ الَّذِي عَمِلُوا لَعَلَّهُمْ يَرْجِعُونَ

‘মানুষের কৃতকর্মের কারণে সমুদ্রে ও স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদেরকে কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।’ [সূরা রূম, আয়াত: ৪১]

সুতরাং বর্তমানে গোটা মানবতার উপর যে জুলুম, নিপীড়ন ও নৃশংসতা চলছে যদি তা বন্ধ না হয় তাহলে এই আজাব গজব আমাদের উপর আসতেই থাকবে।

তাই আমাদের উচিৎ হল, আমাদের চোখ, হাত-পাসহ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর বিধানের আলোকে পরিচালিত করা। কেননা, আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন,

إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا

‘নিশ্চয় কান, চোখ ও অন্তকরণ- এদের প্রতিটির ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে।’ [সূরা বনী ইসরাইল, আয়াত: ৩৬]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttps://www.drkhalilurrahman.com/7821/article-details.html