প্রাপ্ত বয়স্ক মেয়ের অনুমতি ছাড়া বিয়ে হবে কি

প্রশ্ন                                                                                                         

আমি নসিমা খাতুন। আমার বিয়ের উপযুক্ত একটি মেয়ে আছে। আমার স্বামী আমার ও আমার মেয়ের অগোচরে একটি ছেলের সাথে আমার মেয়ের বিয়ে পড়ায়। বিয়ের মজলিসে আমি বা আমার মেয়ে কেউই উপস্থিত ছিলাম না। এমনকি আমার মেয়ের কাছ থেকে অনুমতিও নেওয়া হয়নি। এ ঘটনার কিছুদিন পর আমার স্বামী সেই ছেলেসহ আমাদের বাসায় আসে কাবিননামায় আমার মেয়ের সাইন নেওয়ার জন্য। কিন্তু আমার মেয়ে সাইন করেনি এবং সে এই বিয়েতে সম্মতও নয়। কারণ, আমার মেয়ের চেয়ে ছেলের বয়স অনেক বেশি। আমার মেয়ে তাদের সামনে সম্মতি সূচক কোনো কথা বলেনি। আমার স্বামী বলছে যে, মেয়ে যেহেতু কিছু বলেনি, তাই বিয়ে হয়ে গেছে। কারণ মৌনতাই সম্মতির লক্ষণ। আমার প্রশ্ন হল, এমতাবস্থায় এই বিয়ে কি সংঘটিত হয়েছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ে তার অনুমতি ছাড়া সংঘটিত হয় না। পিতা মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্বশীল হলেও পিতার জন্য মেয়ের অনুমতি নেওয়া জরুরি। হাদিস শরিফে এসেছে,

وَالْبِكْرُ يَسْتَأْذِنُهَا أَبُوهَا فِي نَفْسِهَا

‘কুমারী কন্যার নিজের ব্যাপারে পিতা তার সম্মতি গ্রহন করবে।’ [সহিহ মুসলিম, হাদিস: ৩৩৪৭]

কাজেই মেয়ের সম্মতি ছাড়া পিতার জন্য তার মেয়েকে কোথাও বিয়ে দেওয়া শরিয়তের দৃষ্টিতে ঠিক হবে না।

প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী মেয়ে যেহেতু এই বিয়েতে সম্মত নয়, তাই এই বিয়ে সংঘটিতই হয়নি। এক্ষেত্রে পিতা যে দাবি করেছেন যে, মৌনতাই সম্মতির লক্ষণ, তা সঠিক হবে না।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7661/article-details.html