ঈসালে সওয়াবে যে কষ্ট হয় তার বিনিময় নেওয়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে দিয়ে তার মায়ের ঈসালে সওয়াবের জন্য কুরআন খতম করায় ও দোয়া করায়। এতে আমার কিছু পরিশ্রমও হয় এবং কষ্টও হয়। উক্ত ব্যক্তি আমার এই পরিশ্রম ও কষ্ট দেখে কিছু টাকা হাদিয়া দিতে চাচ্ছে। আমার প্রশ্ন হল, উক্ত কষ্ট ও পরিশ্রমের বিনিময়ে আমি টাকা নিতে পারব কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মৃতের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে কুরআন খতম করিয়ে টাকা নেওয়া বৈধ নয়। হাদিসে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

اقْرَءُوا الْقُرْآنَ، وَلَا تَأْكُلُوا بِهِ

‘তোমরা কুরআন তিলাওয়াত কর। তবে এর বিনিময় গ্রহণ কোরো না।’ [মুসনাদে আহমাদ, হাদিস: ১৫৫৩৫]

কাজেই উক্ত ব্যক্তির মায়ের ঈসালে সওয়াব করতে গিয়ে আপনার কষ্ট হয়ে থাকলেও আপনি তার কাছ থেকে এর বিনিময়ে কোনো টাকা গ্রহণ করতে পারবেন না।

বাদায়েউস সানায়ে ৪/৪৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7636/article-details.html