কনে নির্বাচনে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা উচিৎ

প্রশ্ন                                                                                                         

আমার ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছি। মেয়ে নির্বাচনের ক্ষেত্রে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ইসলামি শরিয়তে কনে নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে। দ্বীনদারি, সম্পদ, বংশ ও সৌন্দর্য। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

تُنْكَحُ الْمَرْأَةُ لأرْبَعٍ لِمَالِهَا وَلِحَسَبِهَا وَجَمَالِهَا وَلِدِينِهَا فَاظْفَرْ بِذَاتِ الدِّينِ تَرِبَتْ يَدَاكَ

‘চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদেরকে বিয়ে করা হয়: তার সম্পদ, তার বংশমর্যাদা, তার সৌন্দর্য ও তার দ্বীনদারী। সুতরাং তুমি দ্বীনদারীকেই প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে।’ [সহিহ বুখারি, হাদিস: ৫০৯০]

হাদিস থেকেই বুঝা যাচ্ছে, শরিয়তের দৃষ্টিতে জীবন সঙ্গিনী নির্বাচনের ক্ষেত্রে দ্বীনদারি ও উন্নত চরিত্র প্রাধান্যযোগ্য। পাশাপাশি অন্য বিষয়গুলো পাওয়া গেলে আরো ভালো।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7496/article-details.html