রাসূল (সা.) কি মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন

প্রশ্ন                                                                                                         

একটি বইয়ে রাসূল (সা.)-এর মেরাজ সম্পর্কে পেয়েছি যে, রাসূল (সা.) মেরাজ থেকে ফিরে এসে তাঁর বিছানার চাদর উষ্ণ পেয়েছিলেন। কিন্তু কোনো রেফারেন্স সে বইয়ে পাইনি। আমি জানতে চাচ্ছি, হাদিসে কি এ জাতীয় কোনো ঘটনা বর্ণিত আছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

এ জাতীয় কোনো ঘটনা কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি। বরং এগুলো মিথ্যা ও বানোয়াট কাহিনী। শাইখ শুকাইরি (রহ.) তার কিতাবে লিখেন,

وَمَسْأَلَة ذَهَابه صلى الله عَلَيْهِ وَسلم ورجوعه لَيْلَة الْإِسْرَاء وَلم يبرد فرَاشه ، لم تثبت ، بل هِيَ أكذوبة من أكاذيب النَّاس

‘রাসূল (সা.)-এর মেরাজে গিয়ে ফিরে এসে বিছানার চাদর উষ্ণ পাওয়ার ঘটনাটির কোনো ভিত্তি নেই। বরং এটি মানুষের বানানো মিথ্যা একটি ঘটনা।’ [আস সুনান ওয়াল মুবতাদিয়াত পৃ. ১৪৩]

কাজেই মেরাজ যে রাসূল (সা.)-এর একটি মুজেযা তা প্রমাণের জন্য সহিহ হাদিসে বর্ণিত ঘটনাবলীই যথেষ্ট। বানোয়াট ঘটনা বর্ণনা করার কোনো প্রয়োজন নেই।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7400/article-details.html