ঘরবাড়ির ছবি আঁকা যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমি ছবি আঁকতে ভালোবাসি। আমাদের এলাকায় বন্যা হয়েছে। এখন আমি যদি ঘরবাড়ি ও বন্যার চিত্র আমার খাতায় আঁকি তাহলে কি তা নাজায়েয হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

প্রাণীর ছবি ছাড়া অন্যান্য দৃশ্য আকতে শরিয়তে কোন বাধা নেই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ وَيُقَالُ لَهُمْ أَحْيُوا مَا خَلَقْتُمْ

‘ছবি অঙ্কনকারীদেরকে কিয়ামাতের দিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে: তোমরা যা সৃষ্টি করেছ তাতে প্রাণ দাও।’[সহিহ মুসলিম, হাদিস: ৫৬৫৫]

এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেছেন: হাদিসটি থেকে বুঝা যায়, এখানে প্রাণীর ছবি আঁকতে নিষেধ করা হয়েছে। তাই প্রাণী ছাড়া অন্যান্য বস্তুর ছবি আঁকতে সমস্যা নেই।

শরহে মুসলিম নববী ২/২০১; তাকমিলা ফাতহুল মুলহিম ৪/১৬৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7313/article-details.html