শিঙ্গা লাগানোর জন্য কোনো দিন নির্দিষ্ট আছে কি

প্রশ্ন                                                                                                         

শিঙ্গা লাগানোর জন্য কি নির্দিষ্ট দিন রয়েছে, নাকি যে কোনো দিন শিঙ্গা লাগানো যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

শিঙ্গা লাগানোর জন্য কোনো দিন নির্দিষ্ট নেই। বরং যে কোনো দিন শিঙ্গা লাগানো যাবে। তবে সাহাবায়ে কেরাম প্রতি মাসের বেজোড় দিন, বিশেষ করে ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগাতে পছন্দ করতেন। হাদিস শরিফে এসেছে,

عن أنس بن مالك رضي الله عنه قال: كان أصحاب النبي صلى الله عليه وسلم يحتجمون لوتر من الشهر

‘আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম মাসের বেজোড় দিনগুলোতে শিঙ্গা লাগাতেন।’ [তাহযিবুল আছার, হাদিস: ২৮৫৬]

আরেকটি হাদিসে রয়েছে, আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

كان أصحاب رسول الله صَلَّى الله عَليهِ وَسلَّمَ يحتجمون لسبع عشرة ، ولتسع عشرة ، وإحدى وعشرين

‘সাহাবায়ে কেরাম মাসের ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগাতেন।’ [সুআলাতুল বারযায়ি ২/৭৫৭, হাদিস: ১০১২]

এ সকল সহিহ রেওয়ায়েতের উপর ভিত্তি করে উলামায়ে কেরাম মাসের বেজোড় দিনগুলো, বিশেষ করে ১৭, ১৯ ও ২১ তারিখ শিঙ্গা লাগানোকে মুস্তাহাব বলেছেন।

আল হাওয়ি ১/২৭৯-২৮০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7252/article-details.html