ফুফুর সাথে সম্পর্ক না রাখা যাবে কি

প্রশ্ন                                                                                                         

আমার ফুফু আমার আম্মার সাথে খারাপ আচরণ করে। এ কারণে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। এখন, তার সাথে সম্পর্ক না রাখার কারণে কি আমার গুনাহ হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক পর্যায়ের কবীরা গুনাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যেতে পারবে না। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৫৬৩৮]

পরিবারে সমস্যা ও সংকট তৈরি হতেই পারে। এসকল কারণে সম্পর্কচ্ছেদ করা কোনোক্রমেই বৈধ হবে না। সুতরাং আপনার জন্য আবশ্যক হল, আপনার ফুফুর সাথে সম্পর্ক রক্ষা করে চলা এবং অতীতের কৃতকর্মের জন্য তাওবা ও ইস্তেগফার করা।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/7057/article-details.html