কুরবানি না করলে কি গুনাহ হবে

প্রশ্ন                                                                                                         

এ বছর তো সবারই আর্থিক অবস্থা খারাপ। এ বছর যদি কেউ কুরবানি না করে তার কি গুনাহ হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আর্থিক অবস্থা ভালো বা খারাপ হওয়া একটি আপেক্ষিক বিষয়। তাই শরিয়ত একে মানদণ্ড হিসেবে নির্ধারণ করেনি।

শরিয়তের মাপকাঠি হল প্রয়োজনের অতিরিক্ত নেসাব পরিমাণ মালের মালিক হওয়া।

যদি কারও কাছে এ পরিমাণ সম্পদ থাকে তাহলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে।

এ অবস্থায় যদি সে কুরবানি না করে তাহলে তার জন্য হাদিসে কঠিন ধমকি এসেছে। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ وَجَدَ سَعَةً فَلَمْ يُضَحِّ، فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

‘যার কুরবানীর সামর্থ্য আছে, তবুও সে কুরবানী করল না, সে যেন আমাদের ‘মুসল্লা’ (ঈদগাহ)-এ না আসে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৫৬৫]

আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6967/article-details.html