কুরবানি কি শুধু হাজ্বীদের উপর ওয়াজিব

প্রশ্ন                                                                                                         

কেউ কেউ বলে যে, কুরবানি শুধু হাজীদেরকে দিতে হয় যারা হাজ্বী নয়, তাদের কুরবানি দিতে হয় না তাদের কথাটি কি সঠিক?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

এটি সুস্পষ্ট ভ্রান্ত কথা। কুরআন-সুন্নাহ ও ইজমার বিপরীত কথা। আমরা এখানে শুধু একটি হাদিস উল্লেখ করছি। তা থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। হাদিস শরিফে এসেছে-

আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন-

أَقَامَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ يُضَحِّي كُلّ سَنَةٍ

‘রাসূলুল্লাহ (সা.) মদীনায় দশ বছর ছিলেন। প্রতি বছরই কুরবানী করেছেন।’ [জামে তিরমিযি, হাদিস: ১৫০৭; মুসনাদে আহমাদ, হাদিস: ৪৯৫৫]

কুরবানি যদি শুধু হাজ্বীদের উপর জরুরি হত তাহলে রাসূল (সা.) প্রতি বছর কেন কুরবানি করলেন? সুতরাং এখান থেকেই প্রশ্নোক্ত কথা ভ্রান্তি প্রমাণিত হয়ে যায়।

আলমুহীতুল বুরহানী ৮/৪৫৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৪০৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6933/article-details.html