গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

স্ত্রী গর্ভবতী থাকা অবস্থায় তার সাথে সঙ্গম করার ক্ষেত্রে ইসলামের কোন বিধি-নিষেধ আছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

না, শরিয়তের দৃষ্টিতে উক্ত অবস্থায় স্ত্রীর সাথে সহবাস করার মধ্যে কোন নিষেধাজ্ঞা নেই।

তবে অভিজ্ঞ দ্বীনদার ডাক্তার যদি এ অবস্থায় সহবাসের ক্ষেত্রে কোন ক্ষতি হওয়ার কথা বলে থাকেন তাহলে তা মেনে সহবাস থেকে বিরত থাকা চাই।

বিশেষত যখন স্ত্রীর শারীরিক অবস্থা দুর্বল থাকবে তখন এ ব্যাপারে বিশেষভাবে লক্ষ রাখা চাই। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

ألا وَاسْتَوصُوا بالنِّساءِ خَيْراً، فَإِنَّمَا هُنَّ عَوَان عِنْدَكُمْ

‘শোনো! তোমরা স্ত্রীদের সাথে সদ্ব্যহার কর। কেননা, তারা তোমাদের নিকট বন্দী।’ [সুনানে তিরমিযি, হাদিস: ১১৬৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6927/article-details.html