ফরজের শেষ দুই রাকাতে সূরা মিলানো যাবে কি
প্রশ্ন
কেউ যদি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের শেষ দুই রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা মিলাতে চায় তাহলে কি পারবে?উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, ফরজের শেষ দুই রাকাতে শুধু সূরা ফাতেহা পড়তে হবে। অন্য সূরা মিলানো যাবে না। হাদিস শরিফে এসেছে-
أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقْرَأُ فِي الظُّهْرِ فِي الأُولَيَيْنِ بِأُمِّ الكِتَابِ، وَسُورَتَيْنِ، وَفِي الرَّكْعَتَيْنِ الأُخْرَيَيْنِ بِأُمِّ الكِتَابِ
‘নবি কারিম (সা.) জোহরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা ও দু’টি সূরা পড়তেন এবং শেষ দুই রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেন…।’ [সহিহ বুখারি, হাদিস: ৭৭০]
তাই শেষ দুই রাকাতে সূরা ফাতেহা পড়ার সাথে অন্য সূরা মিলানো থেকে বিরত থাকতে হবে। অবশ্য যদি কেউ মিলিয়ে ফেলে তাহলে এর জন্য সাহু সেজদা দিতে হবে না।
আলবাহরুর রায়েক ১/৩২৬; শরহুল মুনইয়াহ ৩৩১; রদ্দুল মুহতার ১/৪৫৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/6923/article-details.html