সেজদায়ে শোকর উত্তম না পূর্ণ নামাজ পড়া
প্রশ্ন
আমি কোন সুসংবাদ শুনলে কখনো সেজদা করি। আবার কখনো নামাজও পড়ি। এখন জানতে চাই এই দুইটির মধ্যে কোনটি উত্তম?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত অবস্থায় পূর্ণ নামাজ আদায় করা উত্তম। তবে শুধু সেজদা দেওয়ার কথাও হাদিস শরিফে রয়েছে। হাদিস শরিফে এসেছে-
عن عبد الله بن أبي أوفى أن رسول الله صلى الله عليه و سلم صلى يوم بشر برأس أبي جهل ركعتين
‘আবদুল্লাহ ইবনে আবি আওফা (রা.) বলেন: আবু জাহলের হত্যার সুসংবাদ শুনে রাসূল (সা.) দুই রাকাত নামাজ পড়েন।’ [সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১৩৯১]
সুনানে আবু দাউদ ১/১৬৯, আউনুল মাবুদ ৪/৪৪, রদ্দুল মুহতার ২/১১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/6751/article-details.html