কুরবানির পূর্বে পশু মারা গেলে কী করবে
প্রশ্ন
আমার আব্বা কুরবানির উদ্দেশ্যে একটি খাসি ক্রয় করেন। কিন্তু কুরবানির দুইদিন পূর্বেই খাসিটি মারা যায়। এখন আমাদের করণীয় কী? জানালে উপকৃত হবো।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানি করা ওয়াজিব। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-
من وجد سعة فلم يضح فلا يقربن مصلانا
‘যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কুরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ [মুসনাদে আহমদ, হাদিস: ৮২৫৬]
কুরবানির পশু মারা যাওয়ার পরও আপনার পিতার উপর কুরবানি ওয়াজিব হয়ে থাকলে কুরবানির উপযুক্ত আরেকটি পশু ব্যবস্থা করা জরুরি।
মাজমাউল আনহুর ৪/১৭৩, আদ্দুররুল মুখতার ৬/৩২৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/6657/article-details.html