কোরআন তেলাওয়াতের সময় রাসূল (সা.)-এর নাম শুনলে বা পড়লে কী করবে

প্রশ্ন                                                                                                         

কোরআন শরিফ তেলাওয়াত করার সময় যদি রাসূল (সা.)-এর নাম শুনে কিংবা তেলাওয়াতের মাঝে তার নাম আসে তাহলে কি তেলাওয়াত বন্ধ করে দুরুদ শরিফ পড়বে না তেলাওয়াত চালিয়ে যাবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন মাজিদ তেলাওয়াত করা এবং রাসূল (সা.)-এর উপর দুরুদ পড়া উভয়টিই নেক আমল। তবে কুরআনের মর্যাদা বেশি হওয়ায় যদি তেলাওয়াতের সময় রাসূল (সা.)-এর নাম আসে তাহলে এর কারণে তেলাওয়াত বন্ধ করবে না। এক্ষেত্রে তেলাওয়াত শেষে দুরুদ শরিফ পড়ে নেয়া উত্তম।

এতে দুরুদ শরিফ পড়ার ফযিলতও লাভ হয়ে যাবে।

ফাতাওয়ায়ে কাযীখান ৩/৩০৬, রদ্দুল মুখতার ২/২৩১, ফাতাওয়ায়ে তাতারখানিয়া ১৮/৫০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6605/article-details.html