স্ত্রীকে প্রহার করা শরিয়তের দৃষ্টিতে কেমন

প্রশ্ন                                                                                                         

স্ত্রী যদি অপরাধ করে তাহলে কি তাকে মারা যাবে? শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় এবং তাকে বুঝিয়ে-সুজিয়ে ঠিক করা না গেলে কেবল তখন সংশোধনের উদ্দেশ্যে তাকে হালকাভাবে মারা যাবে।

তবে স্ত্রীকে সংশোধনের চূড়ান্ত পর্যায়েও মৃদু প্রহারকে রাসূল (সা.) অপছন্দ করেছেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন:

‘তোমরাদের মধ্যে যারা তাদের স্ত্রীকে প্রহার করে তারা ভালো লোক নয়।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৪৬]

অতএব উত্তম আখলাক হল, মৃদু প্রহার থেকেও বিরত থাকা।

খুলাসাতুল ফাতাওয়া ৪/৪৪৪, বাদায়েউস সানায়ে ৩/৬৫০, আততাশরীয়ুল জিনায়ী ১/৩৮৫

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6529/article-details.html