মুসাফিরের জন্য রোজা রাখা উত্তম না না-রাখা

প্রশ্ন                                                                                                         

আমি শুনেছি, মুসাফির রমজানে ইচ্ছা করলে রোজা না রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হল সে যদি রাখে তাহলে কি তার কোন সমস্যা আছে? রাখা উত্তম না না-রাখা উত্তম?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

মুসাফিরের জন্য রমজানে রোজা না রাখার সুযোগ রয়েছে। তবে চাইলে সে রোজাটি রাখতেও পারে। এ ক্ষেত্রে নীতি হল, যদি তার রাখতে কষ্ট না হয় তাহলে রাখাই উত্তম। আর যদি রাখতে কষ্ট হয় তাহলে রাখা উচিৎ নয়। এটি মাকরুহ হবে।

‘আসিম (রহ.) বলেন: আনাস (রা.)-কে সফরকালে রোজা রাখার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: যে রোজা রাখবে না সে অবকাশ গ্রহণ করল। আর যে রোজা রাখল সে উত্তম কাজ করল।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/১৩২]

রদ্দুল মুহতার ২/৪২১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৪০৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6204/article-details.html