ভুলে সময়ের পূর্বে ইফতার করলে তার কি কাফফারা দিতে হবে

প্রশ্ন                                                                                                         

একবার আমাদের পরিবারের সকলে ভুলক্রমে সময় হয়ে গেছে ভেবে ইফতার করে ফেলে। আসলে তখন সময় হয়নি। এখন কি এ জন্য তাদেরকে কাযা, কাফফারা দুটোই আদায় করতে হবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সময় হয়ে গেছে ভেবে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যায়। তবে এর কারণে শুধু কাযা অপরিহার্য হয়। কাফফালা অপরিহার্য হয় না।

‘আলী ইবনে হানযালা তার পিতা থেকে বর্ণনা করেন: তিনি রোজার মাসে উমর (রা.) এর কাছে ছিলেন। তার নিকট পানীয় পেশ করা হল। উপস্থিত কেউ কেউ সূর্য ডুবে গেছে ভেবে তা পান করে ফেলল। তখন মুয়াযযিন বলল: আমীরুল মুমিনীন! সূর্য এখনো ডুবেনি। তখন উমর (রা.) বললেন: যারা ইফতার করে ফেলেছে তারা একটি রোজা কাযা করবে। আর যারা ইফতার করেনি তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করুন।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা ৬/১৫০]

আদ্দুররুল মুখতার ২/৪০১; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/6085/article-details.html