ঈদগাহে গরু-ছাগল চরানো জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                         

ঈদের সময় বাদে অন্য সময় ঈদগাহে গরু-ছাগল চরানো জায়েয আছে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ঈদগাহ সম্মানিত স্থান। এর সংরক্ষণ ও হেফাজত করা সকলের দায়িত্ব। সাথে সাথে এটি নামাজের স্থান হওয়াই এর সম্মান বজায় রাখাও সকলের দায়িত্ব। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ

‘যে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে তা তো অন্তরের তাকওয়া থেকেই করবে।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]

তাই ঈদগাহের অসম্মানি করা অথবা তাতে গরু-ছাগল চরানো জায়েয নয়।

এ কারণেই ফুকাহায়ে কেরাম বলেন: ঈদগাহের হেফাজতের জন্য তার চারপাশে উঁচু করে দেয়াল দিয়ে রাখা উচিৎ।

আলবাহরুর রায়েক ৫/২৪৮, রদ্দুল মুহতার ১/৬৫৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5906/article-details.html

বিষয়সমূহ