রোজার নিয়ত করার পর রাতের বেলা সহবাস করলে কি রোজা ভেঙ্গে যাবে

প্রশ্ন                                                                                                         

আমি একদিন রাত বারটার দিকে রোজা রাখার নিয়তে সাহরি খেয়ে শুয়ে যাই। কিন্তু ঐ দিন রাতেই আমার স্বামী আমার সাথে সহবাস করে। আমার কি রোজা হয়েছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রোজা রাখার সময় হল সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। এ সময় নিয়তের সাথে পানাহার ও সহবাস থেকে বিরত থাকলেই সেটি রোজা হিসেবে গণ্য হবে। রাতের বেলা সহবাসের কারণে রোজার কোন ক্ষতি হয় না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ

‘রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সহবাস বৈধ করা হয়েছে।’ [সূরা বাকারা, আয়াত: ১৮৭]

তাই যদি সুবহে সাদিকের পূর্বে আপনাদের সহবাস হয়ে থাকে তাহলে রোজার কোন ক্ষতি হয়নি। এর পর হলে রোজা ভেঙ্গে গিয়েছে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5850/article-details.html