রমজানের পূর্বের দিন কি রোজা রাখা যাবে না

প্রশ্ন                                                                                                         

আমাদের এক সিনিয়র কলিগ বললেন: রমজানের আগের দিন রোজা রাখা যাবে না। হাদিসে কি এমন কোন কথা আছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আপনার কলিগের কথাটি কিছুটা সঠিক। আসল কথা হল, শাবান মাসের ২৯ ও ৩০ তারিখ রোজা রাখা যাবে না। হাদিস শরিফে এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।

হাদিস শরিফে এসেছে-

عن أبي هريرة قال نهى رسول الله صلى الله عليه و سلم أن يتعجل شهر رمضان بصوم يوم أو يومين إلا رجل كان يصوم صوما فيأتي ذلك على صومه

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: ‘রাসূল (সা.) আমাদেরকে রমজানের এক দুই দিন পূর্বে রোজা রাখতে নিষেধ করেছেন। তবে কারও যদি পূর্ব থেকে রোজা রাখার অভ্যাস থাকে আর ঐ দিন উক্ত তারিখ পড়ে যায় তাহলে সে ঐ দিন রোজা রাখতে পারবে।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭৩১৫]

তাই এই দুই দিন রোজা রাখবে না। অবশ্য কেউ যদি পূর্ব থেকেই সোমবার-বৃহ:বার রোজা রেখে থাকে এবং শাবানের ২৯/৩০ সোম বা বৃহ:বার হয়ে থাকে তাহলে সে রোজা রাখতে পারবে।

রদ্দুল মুহতার ২/৩৮২, বাদায়েউস সানায়ে ২/২১৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5830/article-details.html