কবরে শোয়ানোর সঠিক পদ্ধতি কোনটি
প্রশ্ন
আমাদের সমাজে প্রচলিত আছে যে, মৃত ব্যক্তিকে কবরে রেখে শুধু তার মুখ কেবলামুখী করে দেওয়া হয়। প্রশ্ন হলো, এটি কি সঠিক পদ্ধতি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কবরে শোয়ানোর সুন্নত পদ্ধতি হলো, মৃত ব্যক্তিকে কবরে ডান কাত করে শুইয়ে তার সিনা ও চেহারা কেবলার দিকে করে রাখা। সমাজে যা প্রচলিত, তা সুন্নত পদ্ধতি নয়।
হাদিস শরিফে এসেছে,
عن إبراهيم قال: «استقبل بالميت القبلة». قال سفيان: يعني على يمينه كما يوضع في اللحد
‘প্রসিদ্ধ তাবেয়ী ইবরাহীম নাখায়ী (রহ.) বলেন, মৃতব্যক্তিকে কিবলামুখী করে রাখো। সুফিয়ান (রহ.) বলেন, অর্থাৎ ডান কাতে রাখো, যেমনিভাবে লাহদ কবরে রাখা হয়।’ [মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৬০৬০]
এক্ষেত্রে কবর খননের সময় বিষয়টি লক্ষ্য রাখা উচিৎ। প্রয়োজন পড়লে মৃত ব্যক্তিকে পূর্ব দেয়ালের সাথে টেক দিয়ে ডান কাত করে রাখবে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/5798/article-details.html