সব ধরনের গুনাহই কি আল্লাহর ক্ষমা করবেন
প্রশ্ন
আমি একটি বড় ধরনের গুনাহ করে ফেলেছি। আমি তা মুখেও উচ্চারণ করতে লজ্জাবোধ করছি। আমি জানতে চাই, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
মানুষ মাত্রই ভুল করে। ভুল করাই মানুষের স্বভাব। তাই আপনি যত বড় ভুল করুন না কেন আল্লাহ তাআলা থেকে নিরাশ হওয়া যাবে না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا
‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।’ [সূরা যুমার, আয়াত: ৫৩]
হাদিস শরিফে রয়েছে, রাসূল (সা.) বলেন-
كل بني آدم خطاء و خير الخطائين التوابون
‘প্রত্যেক বনী আদমই ভুল করে। তবে সর্বোত্তম ভুলকারী হল যে তাওবা করে।’ [মুসতাদরাকে হাকেম, হাদিস: ৭৬১৭]
তাই আপনি যত বড় গুনাহই করুন না কেন আল্লাহ তাআলার কাছে তাওবা করুন এবং কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থনা করুন। ইনশাআল্লাহ তিনি আপনাকে ক্ষমা করে দিবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/5639/article-details.html