ব্যভিচারের গুনাহ কি আল্লাহ ক্ষমা করবেন

প্রশ্ন                                                                                                         

আমি এক সময় দ্বীন বুঝতাম না। সে সময় আমি শয়তানের ধোঁকায় পড়ে কয়েক বার ব্যভিচার করে ফেলেছি। আমি এখন খুবই লজ্জিত ও অনুতপ্ত। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ব্যভিচার অনেক বড় গুনাহ। তবে আল্লাহ তাআলার রহমতও বিশাল। শিরক ছাড়া সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দেন। কুরআন মাজিদে তিনি বলেন-

إِنَّ اللَّهَ لا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ

‘আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। এ ছাড়া যাকে ইচ্ছা যে কোন ‍গুনাহ তিনি ক্ষমা করে দেন।’ [সূরা নিসা, আয়াত: ৪৮]

অন্য আয়াতে রয়েছে

لا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا

‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন।’ [সূরা যুমার, আয়াত: ৫৩]

তবে শর্ত হল তার কাছে তাওবা করতে হবে। পিছনের গুনাহ সম্পূর্ণরূপে ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5625/article-details.html