হিন্দুরা কি জান্নাতে যেতে পারে

প্রশ্ন                                                                                                         

আমার একটি প্রশ্ন রয়েছে যে, হিন্দুরা কি জান্নাতে যাবে? তারা তো অনেক ভাল কাজ করে। তাহলে তারা কি এগুলোর প্রতিদান পাবে না। দলিল প্রমাণসহ জানতে চাচ্ছি

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জান্নাতে যাওয়ার পূর্বশর্ত হলো, ঈমান আনা। যাদের ঈমান থাকবে না তারা জন্নাতে যাওয়ার যোগ্যতা লাভ করবে না।

কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

إِنَّ اللّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء وَمَن يُشْرِكْ بِاللّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا

‘নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না, যে লোক তাঁর সাথে শরীক করে। তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ, যার জন্য তিনি ইচ্ছা করেন। আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে, সে যেন অপবাদ আরোপ করল।’ [সূরা নিসা, আয়াত: ৪৮]

আয়াত থেকে বুঝা যাচ্ছে, যে আল্লাহর সাথে শরীক করে অর্থাৎ ঈমান আনে না আল্লাহ তাদের ক্ষমা করবেন না। আর যারা আল্লাহর ক্ষমা লাভ করবে না, তারা জান্নাতে যেতে পারবে না। এ কারণেই অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,

إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ

‘আহলে-কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।’ [সূরা বাইয়্যেনাহ, আয়াত: ৬]

হাদিস শরিফে এসেছে,

لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا

‘রাসূল (সা.) বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না।’ [সহিহ মুসলিম, হাদিস: ৮৪]

এসকল আয়াত ও হাদিস থেকে বুঝা গেল, হিন্দুসহ যাবতীয় বিধর্মীরা জান্নাতে যেতে পারবে না।

আর হিন্দুসহ অন্য কোন বিধর্মী যদি দুনিয়াতে কোন ভাল কাজ করেও তাহলে কেয়ামতের দিন তারা এর প্রতিদান পাবে না। বরং তারা দুনিয়াতেই কোনো না কোনোভাবে এর প্রতিদান পেয়ে যাবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5510/article-details.html