দুধ বোন হওয়ার সম্ভবনা থাকা সত্ত্বেও চাচাতো বোনকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

চাচাতো বোনের সাথে আমার বিয়ের কথাবার্তা হচ্ছে কিন্তু আমার মা দাবি করে বসেন যে, তিনি আমার চাচাতো বোনকে দুধ পান করিয়েছেন অথচ ব্যাপারে তার কোনো সাক্ষী নাই এমতাবস্থায় আমার চাচাতো বোনকে বিয়ে করা আমার জন্য বৈধ হবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

জন্মসূত্রের ভিত্তিতে যাদেরকে বিয়ে করা হারাম, দুধ সম্পর্কের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম। হাদিস শরিফে এসেছে,

عن عائشة، قالت: قال لي رسول الله صلى الله عليه وسلم: يحرم من الرضاعة ما يحرم من الولادة

‘আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, জন্মসূত্রের কারণে যাদের সাথে বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তাদের সাথে বিবাহ হারাম।’ [সহিহ মুসলিম, হাদিস: ১৪৪৪] প্রশ্নোক্ত ক্ষেত্রে কোনো সাক্ষী না থাকলেও আপনার মা যেহেতু আপনার চাচাতো বোনকে দুধ পান করানোর কথা বলেছেন, তাই আপনার জন্য আপনার চাচাতো বোনকে বিয়ে করা বৈধ হবে না। মাবসূত, সারাখসী ৫/১৩৮; তাবয়ীনুল হাকায়েক ২/৬৪৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5258/article-details.html