কুরবানির দিন কি কুরবানির আগ পর্যন্ত রোজা রাখতে হয়
প্রশ্ন
আমাদের এলাকায় লোকমুখে প্রচলিত যে, কুরবানির দিন কুরবানি করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। কুরবানি হয়ে গেলে কুরবানির পশুর গোশত দ্বারা রোজা ভাঙ্গতে হয়। প্রশ্ন হলো, এ ব্যাপারে শরিয়ত কী বলে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানির দিন কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত রোজা রাখতে হবে- শরিয়তে এর কোনো ভিত্তি নেই। তবে এ দিনের মুস্তাহাব আমল হলো, কুরবানির পশুর গোশত দিয়ে সে দিনের খাবার শুরু করা।
হাদিস শরিফে এসেছে,
كان رسول الله صلى الله عليه وسلم: لا يغدو يوم الفطر حتى يأكل، ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته
‘ঈদুল আযহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানীর গোশত খাওয়ার আগ পর্যন্ত অন্য কিছু খেতেন না।’ [মুনাদে আহমাদ, হাদিস: ২২৯৮৪]
তাই সকাল থেকে কুরবানির পশুর গোশত দ্বারা খাবার শুরু করার আগ পর্যন্ত যথাসম্ভব খাওয়া দাওয়া থেকে বিরত থাকাটাই উত্তম হবে।
বাদায়েউস সানায়ে ১/৩২৪; আলবাহরুর রায়েক ২/১৬৩
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/5189/article-details.html