কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা কি জরুরি

প্রশ্ন                                                                                                         

আমি শুনেছি কুরবানির গোশত ভাগে বণ্টন করতে হয় অপরদিকে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি হওয়ায় যদি কুরবানির গোশত ভাগে বণ্টন করি তাহলে আমার পরিবারের সদস্যরা তৃপ্তিসহকারে খেতে পারবে না এখন জানার বিষয় হলো, কুরবানির গোশত ভাগে বণ্টন না করলে কি কোনো সমস্যা আছে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা মুস্তাহাব। জরুরি কোনো বিষয় নয়। সুতরাং ৩ ভাগে বণ্টন না করলেও কোনো সমস্যা হবে না।

হাদিস শরিফে এসেছে,

فَكُلُواوَادَّخِرُواوَتَصَدَّقُوا

রাসূল (সা.) ইরশাদ করেছেন,‘(কুরবানির গোশত) তোমরা খাও, জমা করে রাখো এবং (গরীব-অসহায়দেরও) দান করো।’ [সহিহ মুসলিম হাদিস: ১৯৭১]

তবে স্বাভাবিক অবস্থায় কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করা উত্তম। কারণ রাসূল (সা.) কুরবানির গোশত ৩ ভাগে বণ্টন করতেন।

হাদিস শরিফে এসেছে,

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে, ‘রাসূল (সা.) তার কুরবানীর গোশতের তিন ভাগের একভাগ পরিবার-পরিজনকে দিতেন। আরেক ভাগ গরিব প্রতিবেশীদের দিতেন এবং একভাগ ভিক্ষুক ও অসহায়দের দান করতেন।’ [আল মুগনী ১৩/৩৭৯]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5180/article-details.html