প্রাপ্তবয়স্ক হওয়ার পর খতনা করানো যাবে কি

প্রশ্ন                                                                                                         

একব্যক্তি ৬০ বছর বয়সে মুসলমান হয়েছে এই ব্যক্তির কি খতনা করানো লাগবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কোনো ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ইসলাম গ্রহণ করে, তাহলেও তার জন্য খতনা করানো জরুরি।

হাদিস শরিফে এসেছে,

عن أبي هريرة قال قال رسول الله ﷺ: اختتن إبراهيم خليل الرحمن بعد ما أتت عليه ثمانون سنة

‘আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা.) বলেছেন: ইবরাহীম খলীলুর রহমান (আ.) ৮০ বছর বয়সে তাঁর খাতনা করেছিলেন।’ [সহিহ বুখারি, হাদিস: ৬২৯৮]

আরেক হাদিসে এসেছে,

‘ইবনে শিহাব যুহরী (রহ.) বলেন, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করত তখন সে বড় হলেও তাকে খতনা করার আদেশ করা হত।’[আলআদাবুল মুফরাদ, হাদিস: ১২৫২]

তাই উক্ত ব্যক্তির খতনা করাতে হবে।

অবশ্য যদি একেবারে অসম্ভব পর্যায়ের হয়ে যায় তাহলে না করালে চলবে।

ফাতহুল বারী ১১/৯২, ৯/৫০৩, ১০/৩৫৫, ৪/৪১৩; রদ্দুল মুহতার ৬/৭৫১-৭৫২, ৬/২৮২; খুলাসাতুল ফাতাওয়া ২/১৩২; আলবাহরুর রায়েক ৭/৯৫-৯৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5142/article-details.html

বিষয়সমূহ