ব্যবসার ক্ষেত্রে ঋণ থাকলে যাকাত দেওয়ার সময় সে ঋণও কি বাকি সম্পদের মাঝে গণ্য হবে
প্রশ্ন
আমার একটি মুদি দোকান আছে। আমি সবসময় চেষ্টা করি নগদে পণ্য বিক্রি করতে। মাঝে মাঝে বাধ্য হয়ে বাকিতেও বিক্রি করতে হয়। এভাবে মানুষের কাছে আমার ১ লক্ষ টাকার মত পাওনা আছে। এখন প্রশ্ন হলো, আমি যখন যাকাত দিব তখন সেই পাওনা টাকাগুলোর হিসাব করেও কি যাকাত দিতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত বর্ণনা অনুযায়ী যাকাত দেওয়ার সময় সেই পাওনা টাকাগুলোর হিসাব করতে হবে। কারণ পাওনা টাকাও যাকাতযোগ্য সম্পদ হিসেবে গণ্য হয়ে থাকে।
হাদিস শরিফে এসেছে,
عن الحسن، قال: سئل علي عن الرجل يكون له الدين على الرجل قال: يزكيه صاحب المال
‘হাসান (রহ.) থেকে বর্ণিত, আলী (রা.) কে ঐ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল যার অপরের কাছে পাওনা রয়েছে। তিনি বললেন, মালের মালিকের (ঐ মালের) যাকাত দিতে হবে।’ [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১০২৪৬]
তবে তাৎক্ষণিকভাবে যাকাত দেওয়া আবশ্যক নয়। বরং আপনি ইচ্ছা করলে টাকা হস্তগত হওয়ার পর বিগত বছরগুলো হিসাব করেও একসাথে যাকাত দিতে পারেন।
আলমাবসূত, সারাখসী ২/১৯৫; বাদায়েউস সানায়ে ২/৯০; আলবাহরুর রায়েক ২/২০৭-২০৮; আদ্দুররুল মুখতার ২/৩০৫
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/5136/article-details.html