শুধু ৫ ভরি স্বর্ণ ও ১ লক্ষ টাকা মূল্যের ডায়মন্ড সেট থাকলে কি যাকাত আসবে

প্রশ্ন                                                                                                         

আমার বিয়ের সময় আমি ভরি স্বর্ণ লক্ষ টাকা মূল্যের একটি ডায়মন্ড সেট পেয়েছিলাম বর্তমানে এগুলো ছাড়া আমার কাছে আর কোনো সম্পদ নেই এমতাবস্থায় আমার উপর কি যাকাত আসবে?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

ডায়মন্ড সেট যতই মূল্যবান হোক না কেনো, তার উপর যাকাত আসবে না।

হাদিস শরিফে এসেছে,

عن عكرمة، قال: ليس في حجر اللؤلؤ، ولا حجر الزمرد زكاة

‘ইকরিমা (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, মণি, মুক্তা ও পান্নাতে কোনো যাকাত নেই।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদিস: ১০০৬৭]

আর স্বর্ণ ছাড়া যদি অন্য কোনো যাকাত যোগ্য সম্পদ আপনার কাছে না থাকে, তাহলে সেই স্বর্ণের উপরও যাকাত আসবে না। কারণ শুধু স্বর্ণের উপর যাকাত ফরজ হওয়ার জন্য সাড়ে ৭ ভরি হওয়া জরুরি। অন্যথায় যাকাত আসে না।

আলমুহীতুল বুরহানী ৩/১৫৬; রদ্দুল মুহতার ২/২৯৭; আলবাহরুর রায়েক ২/২২৬, ২/২২৭; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/5076/article-details.html