অবিবাহিত ব্যক্তি যিনা করলে তার শাস্তি কী
প্রশ্ন
কোনো ব্যক্তি যদি এমন হয় যে সে বিবাহ করেনি, কিন্তু যৌবনের তাড়নায় যিনা করে ফেলেছে তাহলে ইসলামি শরিয়তে তার কী শাস্তি হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
যিনা একটি মারাত্মক গুনাহ এবং কবিরা গুনাহ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,
‘তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না। এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ।’ [সূরা বনি ইসরাঈল, আয়াত: ৩২]
কোনো অবিবাহিত পুরুষ যদি যিনা করে ফেলে এবং শরয়ি আদালতে তা প্রমাণ হয় তাহলে তার শাস্তি হলো তাকে একশটি বেত্রাঘাত করা হবে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
الزَّانِيَةُ وَالزَّانِي فَاجْلِدُوا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۖ وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَائِفَةٌ مِّنَ الْمُؤْمِنِينَ
‘ব্যভিচারিণী ও ব্যভিচারী উভয়ের প্রত্যেককে এক শত বেত্রাঘাত করো৷আর আল্লাহর দ্বীনের ব্যাপারে তাদের প্রতি কোন মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনো ৷ আর তাদেরকে শাস্তি দেবার সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে ৷’ [সূরা নূর, আয়াত: ২]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্র: http://www.drkhalilurrahman.com/4773/article-details.html