লেখক তার বইয়ের কপিরাইট বিক্রি করতে পারবে কি

প্রশ্ন                                                                                                         

বর্তমানে দেখা যায় কিছু লেখক তার বইয়ের কপিরাইট বা স্বত্ব প্রকাশকের কাছে বিক্রি করে দেয়। এই ক্রয়-বিক্রয় কি শরিয়ত সম্মত?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সামাজিক প্রচলনে কপিরাইটকে সম্পদ হিসেবে গণ্য করা হয়। সাধারণ জনগণও একে বেচাকেনাযোগ্য সম্পদ হিসেবেই মনে করে। এক্ষেত্রে যেহেতু শরয়ি কোনো সমস্যাও নেই তাই, বর্তমান যুগের ফুকাহায়ে কেরামগণ কপিরাইটের ক্রয়-বিক্রয়কে বৈধ বলেছেন। সুতরাং একজন লেখক তার বইয়ের স্বত্ব বা কপিরাইট প্রকাশকের কাছে বিক্রি করতে পারবেন।

হাদিস শরিফে এসেছে,

عَنْ أَسْمَرَ بْنِ مُضَرِّسٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْتُهُ، فَقَالَ: مَنْ سَبَقَ إِلَى مَاءٍ لَمْ يَسْبِقْهُ إِلَيْهِ مُسْلِمٌ فَهُوَ لَهُ

‘আসমার ইবনে মুদাররিস (রা.)-এর সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা.)-এর কাছে এসে বাইআত নিলাম। তিনি বললেন, যে ব্যক্তি কোনো পানির উৎসের নিকট সর্বপ্রথম পৌঁছবে যার নিকট তার পূর্বে কোনো মুসলিম পৌঁছেনি, তা তার জন্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩০৭১]

আল আশবাহ ওয়ান নাযায়ের পৃ: ১৯৬; রদ্দুল মুহতার ৭/৮ও১৩; আল বাহরুর রায়েক ৫/৪৩০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4602/article-details.html