মানবরচিত আইন দিয়ে বিচার করা যাবে কি

প্রশ্ন                                                                                                         

ইসলামের দৃষ্টিতে মানবরচিত আইনের মাধ্যমে বিচার করা বৈধ হবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত বিধি-বিধান মেনে চলতে হবে। বিচারকার্য পরিচালনার ক্ষেত্রেও আল্লাহর বিধান মেনে চলতে হবে। কোনো মানবরচিত আইনের মাধ্যমে-যা আল্লাহর বিধানের বিপরীত- বিচারকার্য পরিচালনা করা যাবে না।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেন,

إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِ

‘হুকুম বা বিধান একমাত্র আল্লাহরই।’ [সূরা ইউসুফ, আয়াত: ৪০]

অন্য আয়াতে ইরশাদ হচ্ছে,

أَفَحُكۡمَ ٱلۡجَٰهِلِيَّةِ يَبۡغُونَۚ وَمَنۡ أَحۡسَنُ مِنَ ٱللَّهِ حُكۡمٗا لِّقَوۡمٖ يُوقِنُونَ

‘তারা কি তবে জাহেলিয়াতের বিধান চায়? দৃঢ়-বিশ্বাসীগণের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে হতে পারে?’ [সূরা মায়েদা, আয়াত: ৫০]

আয়াতে জাহেলিয়াতের বিধান বলতে আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া সকল বিধানকে বুঝানো হয়েছে।

অন্য আয়াতে আল্লাহ প্রদত্ত আইন অনুসারে যারা বিচারকার্য পরিচালনা করে না, তাদেরকে কাফের, ফাসেক ও জালেম বলে আখ্যায়িত করা হয়েছে,

وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡكَٰفِرُونَ

‘আর যারা আল্লাহর অবতীর্ণ আইন অনুসারে বিচারকার্য সম্পাদন করে না, তারা কাফির।’ [সূরামায়েদা, আয়াত: ৪৪]

وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلظَّٰلِمُونَ

‘আর যারা আল্লাহর অবতীর্ণ আইন অনুসারে বিচারকার্য সম্পাদন করে না, তারা যালিম।’[সূরামায়েদা, আয়াত: ৪৫]

وَمَن لَّمۡ يَحۡكُم بِمَآ أَنزَلَ ٱللَّهُ فَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡفَٰسِقُونَ

‘আর যারা আল্লাহর অবতীর্ণ আইন অনুসারে বিচারকার্য সম্পাদন করে না, তারা ফাসেক।’ [সূরামায়েদা, আয়াত: ৪৭]

হাদিস শরিফে এসেছে,

‘রাসূল (সা.) বলেন, আল্লাহই হলেন বিধান-দাতা, আর তাঁর নিকট থেকেই বিধান নিতে হবে।’[সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৫৫]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4506/article-details.html