ফ্রি রক্ত দান করা জায়েয আছে কি

প্রশ্ন                                                                                                         

বাংলাদেশে বর্তমানে রক্তদান কর্মসূচি চালু রয়েছে। এতে শরিক হয়ে ফ্রি রক্ত দান করা যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

রোগীদের চিকিৎসায় বাস্তবসম্মত সমস্যার সমাধানে সহযোগিতার নিয়তে ফ্রি রক্তদান কর্মসূচিতে শরিক হওয়ার অনুমতি রয়েছে।

তবে শর্ত হলো এর দ্বারা রক্তদাতার শারীরিক কোনো ক্ষতি হতে পারবে না। এবং ঐ রক্ত অসাদুপায়ে ব্যবহার না হওয়ার এবং বিক্রি না করার নিশ্চয়তা থাকতে হবে। কারণ মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করা জায়েয নয়।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন-

وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ

‘আমি বনী আদমকে সম্মানিত করেছি।’ [সূরা বনী ইসরাঈল, আয়াত: ৭০]

আলইসলামু ওয়াত তিব্বুল হাদিস, পৃ. ২১৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4317/article-details.html