খালি গায়ে কুরআন পাঠ বা কিতাবপত্র পড়া যাবে কি

প্রশ্ন                                                                                                         

খালি গায়ে কুরআন পাঠ, তাসবীহ, দোয়া-দুরুদ পাঠ করা, ইলমী কিতাবপত্র অধ্যয়ন করা যাবে কি?

উত্তর                                                                                                       

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

কুরআন মাজিদ আল্লাহ তাআলার কালাম। তাই তার গুরুত্ব ও সম্মান বজায় রাখা জরুরি। তাই অজু অবস্থায় উত্তম পোশাক পরে কিবলামুখী হয়ে তেলাওয়াত করা শ্রেয়।

তাসবীহ, দোয়া-দুরুদ এবং ইলমী কিতাবপত্রও আদব রক্ষা করে পবিত্র অবস্থায় সুন্দর কাপড় পরিধানরত অবস্থায় পড়া ভালো। তবে এটি জরুরি কিছু নয়। বরং যে কোনো অবস্থায়; চাই খালি গায়ে হোক কিংবা কাপড় পরিহিত অবস্থায় হোক, সর্বাবস্থায় তা জায়েয। এবং কাপড় পরিধানের জন্য এ কাজগুলিকে বিলম্বিত করাও উচিত নয়।

ফাতাওয়া কাযিখান ১/১৬১, ফাতাওয়া হিন্দিয়া ১/১৬১

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন: ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী সূত্রhttp://www.drkhalilurrahman.com/4265/article-details.html